বেলাশেষে নিউজ ডেস্ক

আজ শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ খ্রিষ্টাব্দ, ৯ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ
চিরনিদ্রায় জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার মঈন উদ্দিন।।
নৌ-পরিবহন ব্যবসায়ী, রাজনীতিবিদ, সংবাদপত্র সেবী ও সাবেক ছাত্র নেতা সরদার মঈন উদ্দিন (৬৯) গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার জুম্মা বাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরখানায় দাফন করা হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য এড. এনায়েত আলী সানা, নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সম্পাদক এড. শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খান, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এড. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুবি’র সাবেক ট্রেজারার অধ্যক্ষ মোঃ মাজহারুল হান্নান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এসআর ফারুক, চাঁদখালী ইউপি চেয়ারম্যান জোয়ার্দ্দার রসুল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। আজ শনিবার বাদ আসর মরহুমের বাসভবনের কুলখানী অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার তার মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, নবলোকের প্রধান নির্বাহী কাজী ওয়াহেদুজ্জামান, নৌ-পরিবহন মালিক গ্র“পের কর্মকর্তা ওয়াহেদুজ্জামান পল্টু, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব মুনীর উদ্দিন আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী এবং দীর্ঘদিনের সহকর্মীরা শোক জানাতে বৃহস্পতি ও শুক্রবার মরহুমের বেনীবাবু রোডস্থ বাসভবনে ছুটে যান। সংক্ষিপ্ত জীবনী : ১৯৪৭ সালের ৫ মে শহরের বেনী বাবু রোডের পৈতৃক ভবনে তিনি জন্মগ্রহন করেন। পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মৃত সরদার আবু হোসেন তার বাবা ও মৃত মোমেনা খাতুন তার মা। ১৯৬৩ সালে সেন্ট জোসেফ হাইস্কুল থেকে মেট্রিকুলেশন, ১৯৬৫ সালে আযমখান কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ৬৮ সালে দৌলতপুর বিএল কলেজ থেকে বিকম পাশ করেন। ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের খুলনা শহর কমিটির সভাপতি ও ৭৭ সালে জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ’৬৯ এর গণঅভ্যূত্থান ও ১১ দফা আন্দোলনে সক্রিয় অংশ নেন। ১৯৬৯ সালের ২১ ফেব্র“য়ারি হাজী মহসিন রোডস্থ অতিরিক্ত জেলা প্রশাসক আফজাল গাহুতের সরকারি বাসভবন ঘেরাওকালে পুলিশের গুলিতে হাদিস, আলতাফ ও প্রদীপ শহীদ হয়। ছাত্র নেতা মঈন উদ্দিন এ আন্দোলনের অন্যতম সংগঠন ছিলেন। ১৯৭৪ সালে দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠা লগ্নে যুগ্ম-সম্পাদক ও পত্রিকা প্রকাশেও অর্থ বিনিয়োগ করেন তিনি। ১৯৯১ সালে বিএনপিতে যোগ দেন, ৫ম সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে প্রতিদ্ব›িদ্বতা করেন। একই বছর তিনি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৪ বছর এ দায়িত্ব পালন করেন। ১৯৯২-৯৪ ও ২০০২-৫ সাল পর্যন্ত নৌপরিবহন মালিক গ্র“পের সভাপতি ও ২০০৬ সালে চেম্বর অব কমার্সের উর্ধ্বতন সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সালে পাইকগাছা উপজেলার সোলাদানা এলাকায় বাবার নামে প্রতিষ্ঠা করেন সরদার আবু হোসেন কলেজ। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করেন। নগর বিএনপি : দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সরদার মঈন উদ্দিন মৃত্যুতে গভীর শোক, আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির নগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আঃ জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফখরুল আলম, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ। জেলা বিএনপি : দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মঈন উদ্দিনের মৃত্যুতে শোক ও আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিববারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম, দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. শফিকুল আলম মনা, এড. গাজী আঃ বারী, ডাঃ গাজী আঃ হক, কওছার জমাদ্দার, আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, কওছার চৌধুরী, খান আলী মুনসুর, এড. মোমরেজুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, আবুল খয়ের খান, শেখ আঃ রশীদ, জুলফিকার আলী জুলু, আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম, আলাউদ্দিন মিঠু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, ডাঃ আব্দুল মজিদ, মোশারফ হোসেন মফিজ, হাসনাত রেজভী মার্শাল, এড. চৌধুরী আব্দুস সবুর, রকিব মল্লিক, অসিত কুমার সাহা, জিয়াউর রহমান জিকু, নুরুল আমীন বাবুল, আসলাম পারভেজ, ফারুক খন্দকার, এড. জিএম আঃ সাত্তার, তৈয়বুর রহমান, কামরান হাসান, এড. তছলিমা খাতুন ছন্দা, এবাদুল হক রুবায়েদ, মাওলানা ফারুক হুসাইন, এড. শহিদুল আলম, আজিজুল ইসলাম, মাওলানা নহরুল ইসলাম মোল্লা, জালাল উদ্দিন প্রমুখ। অনুরূপভাবে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও তার মাগফিরাত কামনা করেছেন আবু হোসেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মনিরুল ইসলাম, নবলোকে নির্বাহী প্রধান কাজী ওয়াহিদুজ্জামান। উন্নয়ন কমিটি : অনুরূপ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান ও মহাসচিব আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অভ্যন্তরীণ নৌ মালিক গ্র“প : পূর্বাঞ্চল নেভিগেশনের মালিক সরদার মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গ্র“পের নেতা শেখ সালাহউদ্দিন জুয়েল, এড. মোঃ সাইফুল ইসলাম, শেখ সোহেল উদ্দিনসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। মির্জাপুর যুব সংঘ : নগরীর মির্জাপুর যুব সংঘের উদ্যোগে গতকাল জুম্মাবাদ সরদার জামে মসজিদে বিশিষ্ট সমাজ সেবক সরদার মঈন উদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেখ সিরাজুল ইসলাম, শফিকুর রহমান মানিক, এস এম ফরিদ হোসেন, এস এম লিয়াকত হোসেন, খান মুজিবর রহমান, আনিসুর রহমান অনি, মোবারক হোসেন, এজাজ আহমেদ, এড. আনোয়ার হোসেন, এড. শহিদুল ইসলাম, সাকিব আফতাব সুজন, তরিকুর রহমান সুমন, হাসিবুর রহমান রিংকু, সাইফুজ্জামান সাইফুল, আনোয়ার হোসেন, নবী নওয়াজ ও নূর আলম প্রমুখ।

image

image

image

Leave a comment