গাজী মোনিরুল ইসলামের কলাম

প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা
আত্মসাতে কর্মচারীর কারাদন্ড

image

image

নগরীর ফুলবাড়ীগেট এলাকায় অগ্রণী ব্যাংকে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওায় ব্যাংকের কর্মচারী সিএলডিএ শেখ নুরুল ইসলামকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন আদালত। নুরুল ইসলাম দৌলতপুর থানাধীন উত্তর দেয়ানার মৃত মুন্সী আব্বাস উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম আবদুস ছালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী শেখ নুরুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।
নুরুল ইসলামকে ৪০৯ ধারায় ৪বছরের সশ্রম কারাদন্ড, ১লাখ ৮৮হাজার ১৭৪টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছরের সশ্রম কারাদন্ড এবং ৪২০ ধারায় ৪বছরের সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। উভয় দন্ড একই সাথে চলবে বলে আদালত তাঁর রায়ে উল্লেখ করেন।
মামলার সংক্ষিপ্তম বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩জুন থেকে ২০০৩সালের ৩০ নভেম্বর পর্যন্ত কর্মচারী নুরুল ইসলাম অগ্রণী ব্যাক ফুলবাড়ীগেট শাখা থেকে বিভিন্ন সময় গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৪লাখ ৯৯হাজার ৮৩৮টাকা ৫৭পয়সা আত্মসাত করেন। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন বাদী হয়ে ২০০৪সালের ১৮জানুয়ারী দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম ২০১০সালের ১২এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন।
image

প্রদায়কঃ গাজী মোনিরুল ইসলাম (ID.NO:BS/16-0001)

Leave a comment